পাথর মেরে খুনের মতো নারকীয় তান্ডবে গোটা জাতি স্তম্ভিত: নেজামে ইসলাম পার্টি

ঢাকার মিটফোর্ডে দিবালোকে পাথর মেরে নির্মমভাবে ব্যবসায়ী হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও চরম উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চাঁদা না দেয়ায় পাথরের আঘাতে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে মানুষ খুন আইয়্যামে জাহেলিয়ার বর্বরতাকেও হার মানিয়েছে। রাষ্ট্রীয় বর্বরতা, বৈষম্য ও ফ্যাসিবাদী জাহিলায়্যাতের বিরুদ্ধে বিপ্লবের স্মৃতি বিজড়িত জুলাইয়ে এমন নৃশংসতা আমাদের দেখতে হবে এমনটা ভাবিনি।

পুরান ঢাকার চকবাজার যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী পিশাচ ম‌ঈন ও তার সাঙ্গপাঙ্গদের এই নারকীয় তান্ডব গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এই নির্মমতা পৈশাচিকতার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
নেতৃদ্বয় বিএনপি নেতৃত্বের প্রতি সতর্কতা উচ্চারণ করে ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতাসীন হওয়ার দিবাস্বপ্ন ছেড়ে আল্লাহর ওয়াস্তে আপনাদের নেতা-কর্মীদের দুবৃত্তপনা থামান। সময় থাকতে শুধরান। নচেৎ গণমানুষের ক্ষোভের আগুনে পুড়তে হবে।

নেতৃদ্বয় অবিলম্বে পাথর মেরে খুনের ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। সেই সাথে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ জাতীয় আরো সংবাদ

১৬ বছর পর ফের শোলাকিয়ার ইমাম হলেন মুফতি ছাইফুল্লাহ

আনসারুল হক

উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কওমি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানালো হাইআতুল উলয়া

আনসারুল হক

সুলতানী আমলের রীতি অনুযায়ী ঢাকায় ঈদের আনন্দ মিছিল হবে : উপদেষ্টা

আনসারুল হক