পাম তেল ও চিনির নতুন দাম নির্ধারণ

দেশে পাম তেল ও চিনির মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী রোববার থেকে এ মূল্য কার্যকর হবে।

নয়টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। তার মধ্যে প্রথম নির্ধারণ করা হলো চিনি ও পাম তেলের দর।

সিদ্ধান্ত হয়েছে পাম তেল এখন থেকে বিক্রি হবে ১৩৩ টাকা লিটার দরে। পূর্বে এই তেলের দর ছিল ১৪৫ টাকা। নতুন নির্ধারিত দাম অনুযায়ী পাম তেলের দাম লিটারে কমেছে ১২ টাকা।

অন্যদিকে চিনির ‍দুই ধরনের দর ঠিক করা হয়েছে। প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ঠিক করা হয়েছে ৮৯ টাকা আর খোলা চিনি প্রতি কেজি ৮৪ টাকা। বর্তমানে বাজারে এ দামেই চিনি বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

এজেন্সি মালিক বিড়ি নিয়ে সৌদি যান, স্বর্ণ আনার সময় ধরা খান: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

এখন থেকে সমাবেশ করতে পুলিশের অনুমতি নেওয়ার হবে না: নুর

নূর নিউজ

মানবাধিকার অফিস ইস্যুসহ চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি-জমিয়ত বৈঠক অনুষ্ঠিত

আনসারুল হক