পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না: জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনকে বৈধ ও গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা প্রয়োজন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে, তবে তার আগে রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষের হত্যার বিচারের নিশ্চয়তা এবং যথাযথ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। অন্যথায় নির্বাচন হলেও জনগণ তা গ্রহণ করবে না।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মিয়া গোলাম পরওয়ার এই বক্তব্য রাখেন।

২ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে বিকেল ৫টায় জামায়াতের জেলা সভাপতি মাস্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ১ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে সন্ধ্যায় জেলা সভাপতি মো. মকিত শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদের সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম ও এডভোকেট আবু ইউসুফ মোল্যা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

মাদ্রাসা আদর্শ নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ছে: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

পাঁচদিনের রিমান্ডে হেফাজত নেতা মাওলানা জুবায়ের আহমদ

আনসারুল হক

চলমান ‘লকডাউন’ ২৩ মে পর্যন্ত বাড়ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আনসারুল হক