সরসিনা মাদ্রাসায় আলজেরিয়ার রাষ্ট্রদূত, ধর্মীয় ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানী সম্প্রতি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় সফর করেছেন। সফরের অংশ হিসেবে তিনি পরিদর্শন করেন জেলার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা ও নৌকা বাজার এবং সুফি ঐতিহ্যের অন্যতম কেন্দ্র সরসিনা দরবার শরীফ।

সরসিনা দারুস সুন্নাহ আলিয়া কামিল মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান মাদ্রাসার শায়খ ও প্রখ্যাত আলেম মাওলানা মুফতি শাহ আবু নসর নেছারুদ্দিন আহমদ হুসাইন। সেখানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর সামনে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের ইসলামী শিক্ষা, আধ্যাত্মিক ঐতিহ্য এবং সুফি দর্শনের প্রতি আলজেরিয়ার গভীর শ্রদ্ধা রয়েছে।” তিনি দুই দেশের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সকালেই রাষ্ট্রদূত পরিদর্শন করেন নেছারাবাদের ভাসমান পেয়ারা বাজার। নদীতে ভাসমান নৌকার ওপর চলা এই বাজারে কৃষক, বিক্রেতা ও স্থানীয় ক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “এটি একটি অসাধারণ গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা, যা টেকসই কৃষি ও স্থানীয় উন্নয়নের উদাহরণ হিসেবে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।” তিনি উল্লেখ করেন, এমন কৃষি মডেল আলজেরিয়ার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে।

ড. সাইদানীর এই সফর বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে ধর্মীয় ও কৃষি-অর্থনৈতিক সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরটি ভবিষ্যতে আরও যৌথ উদ্যোগ ও বিনিয়োগের পথ সুগম করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

বরিশালে আশাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ?

নূর নিউজ

‘ইসলামী শরীয়ার বিরোধিতা করে কোনো সংস্কার প্রকল্প সফল হবে না’

আনসারুল হক

ওয়াজ মাহফিলে বাধার প্রতিবাদে ময়মনসিংহে ইত্তেফাকুল উলামার বিক্ষোভ সমাবেশ

আলাউদ্দিন