পূজার ছুটি বাতিল চায় আলিয়া মাদরাসার শিক্ষক-ছাত্র ও অভিভাবকরা

দেশের আলিয়া মাদরাসাগুলোতে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গাপূজাসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সব ছুটি বাতিল করে মাদরাসা খোলা রাখার দাবি জানিয়েছেন শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “আমরা অন্য ধর্মীয় অনুষ্ঠানের প্রতি কোনো অসম্মান করছি না। তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, ছুটি ভোগ করবে—এটাই তাদের মৌলিক অধিকার। কিন্তু আলিয়া মাদরাসায় যেহেতু ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, তাই এই ছুটি আমাদের জন্য অযৌক্তিক। যদি কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকেন, তিনি তার ধর্মীয় ছুটি ভোগ করতে পারবেন—এতে আমাদের আপত্তি নেই। তবে সব শিক্ষার্থীর ওপর এই ছুটি চাপিয়ে দেওয়া শরিয়াহবিরোধী।”

তারা আরও বলেন, দেশের বহু স্বনামধন্য আলিয়া মাদরাসা যেমন— তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, আল-ফারুক ক্যাডেট মাদ্রাসায় হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজনও ভিন্ন ধর্মাবলম্বী নেই। এ অবস্থায় মাদরাসায় পূজা বা অন্যান্য ভিন্ন ধর্মাবলম্বীদের ছুটি কার্যকর করার যৌক্তিকতা নেই।

বক্তারা বিশেষভাবে আসন্ন দুর্গাপূজাসহ এ ধরনের সব ছুটি বাতিল করে আলিয়া মাদরাসা খোলা রাখার জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

একই রাকাতে একাধিক সূরা পড়ার বিধান

নূর নিউজ

ঈদে মিলাদুন্নবী কী? যেভাবে উদযাপন শুরু হয়েছে

নূর নিউজ

মোগল আমলে নির্মিত সাত গম্বুজ মসজিদ

নূর নিউজ