পেরুতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২২

আর্ন্তজাতিক ডেস্ক: প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে পেরুর আন্দিয়ান সড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।

জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২০ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার সময় আরও দু’জন মারা যায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল সাতটার দিকে পলো সেকো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, রাজধানী লিমা থেকে প্রায় ৬শ’ কিলোমিটার উত্তরে পেরুর পশ্চিমাঞ্চলীয় হুয়ারেজ নগরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রবিবার নতুন প্রেসিডেন্ট এবং কংগ্রেস নির্বাচনে ভোট দেয়ার পর অধিকাংশ যাত্রীরা বাড়ি ফিরছিল।

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে প্রকাশ্যে আজানের অনুমতি, মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা

নূর নিউজ

জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান

নূর নিউজ

নির্বাচনে জিতব, অর্থনীতিও পুনর্গঠন করব : ইমরান খান

নূর নিউজ