প্রথম দেশ হিসাবে ইমারাতে ইসলামিয়া সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। দীর্ঘদিন ধরে তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা মস্কো এবার কাবুল সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করলো।

বৃহস্পতিবার (৩ জুলাই) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া তালেবান-নিয়ন্ত্রিত সরকারের বৈধতা স্বীকার করে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। একইসঙ্গে রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভও এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, “আমরা আশা করি, এই স্বীকৃতির মাধ্যমে দুই দেশের মধ্যে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে। জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামো খাতে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।”

এছাড়াও, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং মাদকপাচার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে কাবুলের পাশে থাকার অঙ্গীকার করেছে রাশিয়া।

এর আগে, আফগানিস্তানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত গুল হাসান হাসানের পরিচয়পত্র গ্রহণ করে রাশিয়া, যা ছিলো স্বীকৃতির পূর্বাভাস।

পটভূমি

২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে সরে যাওয়ার পর তালেবান দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে তারা “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান” নামে সরকার পরিচালনা করলেও আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পায়নি। যদিও রাশিয়াসহ কিছু দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল, আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি কেউ।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার এই স্বীকৃতি আন্তর্জাতিক কূটনীতিতে বড় এক মোড়। এটি অন্য দেশগুলোকেও তালেবান সরকারকে স্বীকৃতির পথে প্রভাবিত করতে পারে। পাশাপাশি, আঞ্চলিক রাজনীতিতে রাশিয়ার প্রভাব আরও বাড়বে বলেও বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র : সিএনএন

এ জাতীয় আরো সংবাদ

এরদোগান যেতে চান আরও বহুদূর

নূর নিউজ

বিক্ষোভের স্থান নির্ধারণ করল পিটিআই

নূর নিউজ

আরব আমিরাতে রোজা রাখছেন অমুসলিমরাও!

আনসারুল হক