প্রথম বারের মতো ইতালিতে ৭০ জন হাফেজে কুরআনকে সংবর্ধনা

৭০ জন হাফেজে কুরআনকে বিশেষ সংবর্ধনা দিল ইতালি। ‘ইতালিয়ান অথরিটি ফর দ্য হলি কুরআনে’র উদ্যোগে তাদের সংবর্ধনা দেয়া হয়।

মে মাসের শেষ দিকে আলুকা নেটওয়ার্ক জানায়, সংস্থাটি প্রথম বারের মতো হাফেজদের এরকম সম্মাননা দিল। এবারের সংবর্ধনার প্রতিপাদ্য বিষয় ছিল-‘শ্রেষ্ঠ মানুষ-শ্রেষ্ঠ দাঈ’।

‘ইতালিয়ান অথরিটি ফর দ্য হলি কুরআন’ শিশু-কিশোরদের কুরআন হিফজের জন্য ছয়টি ক্যাটাগরি ভাগ করে; তা হলো-৫, ১০, ১৫, ২০, ২৫ ও ৩০ পারা মুখস্থ করার বিশেষ কোর্স। ওই কোর্স থেকেই ৭০ জন হাফেজে কুরআন উঠে এসেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসরের বিখ্যাত কারী শায়খ ড. আহমাদ ঈসা আল মিসরাবি।

উপস্থিত অতিথিরা ইতালির মতো দেশে এরূপ কুরআনের আসরে উপস্থিত হতে পেরে নিজেদের সৌভাগ্যবান ভাবেন বলে তারা জানান। অতিথিরা হাফেজ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন এবং কুরআনকে তাদের জীবনের সাথে আকড়ে ধরার পরামর্শ প্রদান করেন।

সূত্র : আলুকা নেটওয়ার্ক

এ জাতীয় আরো সংবাদ

ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন

নূর নিউজ

আরব আমিরাতে রমজানে ইফতারকেন্দ্রিক জনসমাগম নিষিদ্ধ

আলাউদ্দিন

গত ৪ বছরে একজন মুসলিমকেও আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়নি যোগী সরকার

নূর নিউজ