প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই বৈঠকে উভয় পক্ষ দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও অতীত নিপীড়নের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনাটির সব তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া। এছাড়া, হেফাজতের সমাবেশে চালানো হামলা নিয়ে জাতিসংঘের মাধ্যমে একটি স্বাধীন ও আন্তর্জাতিক অনুসন্ধান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আরও গুরুত্ব পায় বিগত ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলোর প্রত্যাহার সংক্রান্ত অগ্রগতি।

হেফাজত প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন—মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফায়তুল্লাহ আজহারী।

সরকারি পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে সব পক্ষ অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলেম-ওলামাদের অংশগ্রহণে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

বইমেলা এবার ১৪ দিন

নূর নিউজ

আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে প্রতিভাবান দুই আলেমের স্মরণসভা অনুষ্ঠিত

নূর নিউজ

জনপ্রিয় লেখক তৈরি না হলে হুমকির মুখে পড়বে বাঙালির সভ্যতা ও সংস্কৃতি

নূর নিউজ