প্রবল জনসমর্থন সত্ত্বেও এই সরকার দুর্বল: শরিফ ওসমান হাদী

অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও বাস্তবিক অর্থে দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তার মতে, এর মূল কারণ হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে এখনো ফ্যাসিবাদের চিহ্ন সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া।

শনিবার ‘সরকারের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্যে হাদী বলেন, “বিপ্লবের প্রথম শর্ত হলো ফ্যাসিবাদের সব চিহ্ন ভেঙে দেওয়া। কিন্তু আমরা তা এখনও পারিনি।”

তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানের পর যারা এক বছর ধরে কেবল হতাশার চাষ করেছেন, তাদের অনেকেই গত ৪০ বছরেও এতটা হতাশ ছিলেন না। “যারা বলেন, কিছুই পরিবর্তন হয়নি—তাদের জিজ্ঞাসা করছি, গত এক বছরে রাষ্ট্রীয় মদদে কয়জন গুম-খুনের শিকার হয়েছেন?”—বলেন হাদী।

তবে তিনি স্বীকার করেন, সরকার এখনো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। এর জন্য তিনি রাষ্ট্রীয় কাঠামোয় বিদ্যমান ফ্যাসিবাদী অবশিষ্টাংশকে দায়ী করেন।

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “যারা সত্যিকারের নির্যাতনের শিকার হয়েছেন, তারাই এই বিপ্লবের মর্ম বুঝতে পারবেন।”

এ জাতীয় আরো সংবাদ

পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করলেন হেফাজতের নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল

আলাউদ্দিন

পুলিশকে জনগণের বন্ধু হয়ে নিঃস্বার্থ সেবা দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

নূর নিউজ

ঢাকা মেডিকেলে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

আনসারুল হক