প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অনুগতদের বসানো হচ্ছে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থি রাজনৈতিক দলের লোকজনদের খুব কৌশলে বসানো হচ্ছে। এটা দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণও তা প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি।”
শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবাধীন প্রশাসক ও আমলারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এমন ব্যক্তিদের নিয়োগ দিন যারা কোনো দলের আজ্ঞাবহ হবে না।
তিনি আরও অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির জন্য নানা প্রক্রিয়া চলছে। তবে দেশের মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। উদাহরণ টেনে তিনি বলেন, “আমাদের দেশে হিন্দু-মুসলমান, আলেম-ওলামা, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, মাদরাসার ছাত্র সবাই মিলে পূজামণ্ডপ পাহারা দিয়েছে। এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য।”
ভারতের একটি দুর্গাপূজার মণ্ডপে ড. মুহাম্মদ ইউনূসের বিকৃত রূপে মূর্তি স্থাপনের সমালোচনা করে রিজভী বলেন, “এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয় এবং একেবারেই অপসংস্কৃতির বহিঃপ্রকাশ। ভারতের মতো সঙ্গীত ও শিল্পকলার সমৃদ্ধ দেশে এমন আচরণ কল্পনাতীত।”