আগামী ১১ সেপ্টেম্বর’ ২৫, বৃহস্পতিবার, বিকাল ৩টায় পল্টনস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে দওয়াতি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক নিয়োগের নামে অপসংস্কৃতি চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত বাতিল এবং পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিশিষ্টজনদের মতবিনিময় ও গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনের আমির ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধান, জাতীয় সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সাথে সাংঘর্ষিক এবং কোমলমতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানের ১৭(ক) অনুচ্ছেদে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। অথচ বাস্তবে প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নেই। বরং সংগীত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিশুদের উপর পশ্চিমা প্রভাবিত অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবীতে আমরা এই মতবিনিময় ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছি।
আমাদের দাবি :
০১. প্রাথমিকে সংগীত শিক্ষকের নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে।
০২. প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ১জন ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।
০৩. প্রাথমিক শিক্ষায় ইসলামী ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
০৪. প্রাথমিক শিক্ষা কমিশনে শিক্ষাবিদ, আলেম ও ইসলামিক স্কলারদের অন্তর্ভুক্ত করতে হবে।
ড. ফারুকী গোলটেবিল বৈঠককে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।