প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবীতে স্মারকলিপি পেশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক নিয়োগ বাতিল এবং পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবীতে স্মারকলিপি দিয়েছে দাওয়াতি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।

০৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ৩টায় এ স্মারক দেয়া হয়। এসময় পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ড. শহীদুল ইসলাম ফারুকীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন অভিভাবক পরিষদের সদস্য মাওলানা রুহুল আমীন সাদী, শূরা সদস্য অধ্যাপক মাওলানা মহব্বত হুসাইন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।

স্মারকলিপিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সংবিধান, জাতীয় সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রধর্ম ইসলাম অনুযায়ী শিক্ষাকে প্রভাবিত করছে। পাশাপাশি পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা নৈতিক ও ধর্মীয় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সরকারকে স্মারকলিপিতে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করা হয়:
১. প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা।
২. প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।
৩. প্রাথমিক শিক্ষার পাঠক্রমে ইসলামী ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা।
৪. অভিভাবক, আলেম ও শিক্ষাবিদদের মতামত নিয়ে প্রাথমিক শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন।
৫. প্রাথমিক শিক্ষা কমিশনে দক্ষ ও অভিজ্ঞ আলেম ও ইসলামিক স্কলার অন্তর্ভুক্ত করা।

উপসংহারে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “গানের শিক্ষক নিয়োগের নামে অপসংস্কৃতি চাপানোর পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা জাতির জন্য কল্যাণকর পদক্ষেপ।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

কুরবানীর পশুর চামড়া গরীবের আমানত; নষ্ট করা যাবে না : হেফাজত

নূর নিউজ

শেষ বৈঠকে একাধিকবার দরুদ পড়ে ফেললে করণীয়

নূর নিউজ

কাউকে শাসনের সময় হজরত থানবি রহ় যে নিয়ত করতে বলেছেন

নূর নিউজ