প্রাথমিকে ইসলাম শিক্ষক না নিয়ে সংগীত শিক্ষক নেওয়া জনআকাঙ্ক্ষার পরিপন্থি: আজহারী

দেশের প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগের দাবিকে উপেক্ষা করে সরকার সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবীকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই এটি অত্যন্ত দুঃখজনক।

আজহারী অভিভাবকদের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই

এ জাতীয় আরো সংবাদ

ফয়জুল করীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নূর নিউজ

মদিনায় সোফা কারখানায় আগুন লেগে ৬ বাংলাদেশির মৃত্যু

আলাউদ্দিন

পুলিশের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’

আনসারুল হক