ফতুল্লায় জমিয়ত কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, আসামীদের গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড শাখার কার্যালয়ে হামলা চালিয়েছে ভাগিনা গ্রুপ। এসময় চেয়ার-টেবিলসহ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হলে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করা হলে পুলিশ রাতভর অভিযান চালিয়ে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সাইনবোর্ড শাখার অফিস ভাঙচুরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে যাদের নাম রয়েছে তাদের গ্রেপ্তারে ভুইগড় ও দেলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ভূইগড়ের রূপায়ন এলাকায় ভাগিনা গ্রুপ আমাদের কার্যালয়ে এ হামলা চালায়।

তিনি আরও বলেন, আমরা ডিসি, এসপি এবং ফতুল্লা মডেল থানার ওসির দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এই তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে তারা এ ধরনের দুঃসাহস কোথা থেকে পেল।

যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে জনগণই তাদেরকে গণধোলাই দিয়ে আইনের আওতায় আনবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভাগিনা গ্রুপের প্রধান বিল্পব হচ্ছেন বহিষ্কৃত পুলিশ সদস্য ও সাবেক এসপি ডিবি হারুন-এর গাড়িচালক। তিনি নিজেকে স্থানীয় প্রভাবশালী এক নেতার ভাগিনা হিসেবে পরিচয় দেন।

এ জাতীয় আরো সংবাদ

কারামুক্ত হলেন ইসলামি ব্লগার লেখক ফারাবী

আনসারুল হক

নারী নিয়ে মসজিদে টিকটক শুটিং, জড়িতদের খুঁজছে পুলিশ

আনসারুল হক

সংক্রমণ বাড়লেও আপাতত লকডাউনের পরিকল্পনা নেই : স্বাস্থ্যমন্ত্রী

আলাউদ্দিন