ফরিদপুরে কুরবানীর গোশতে আল্লাহর নাম

সৈয়দ মুস্তাফিজ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে কুরবানীর পশুর গোশতে আল্লাহু লেখা পাওয়া গেছে।

জানা যায়, শহরের পশ্চিম আলীপুর এলাকার রফিকুল ইসলাম রতনের বাড়ির ভাড়াটিয়া পারু বেগম রান্না করার সময় কড়াইয়ের উপর দু’টুকরো গোশত লাফাতে দেখতে পান। এরপর তিনি গােশতের টুকরোগুলাে কড়াই থেকে উঠালে দেখেন গোশতের উপর আল্লাহু নাম ভেসে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাঁশের উৎসুক জনতা আল্লাহর নাম অঙ্কিত গোশত দেখতে ভিড় জমায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে রান্না করার সময় এ অলৌকিক ঘটনা ঘটে। গৃহবধু পারু বেগম জানান, কোরবানির গোশত রান্না করার সময় হঠাৎ দেখতে পাই দু’ টুকরো গোশত কড়াইয়ের উপর লাফাচ্ছে। এরপর দ্রুত গোশতের দু’টুকরাে কড়াই থেকে অন্য পাত্রে উঠালে গোশতের উপর আল্লাহর নাম লেখা দেখি।

তিনি আরও জানান, এখনও লােকজন গোশতের টুকরোগুলো দেখতে আমার বাসায় আসছেন। ফরিদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য।আমি নিজেও দেখতে গিয়েছিলাম। গোশতের উপর মহান আল্লাহর নাম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আশপাঁশের সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণও দেখতে এসেছেন।

এ জাতীয় আরো সংবাদ

ইসলাম বিজয়ের মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে হবে

নূর নিউজ

দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ হাজি

নূর নিউজ

বারিধারা মাদরাসা থেকে বিদায় নিলেন প্রবীণ মুহাদ্দিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক

আনসারুল হক