ফরিদপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার

সৈয়দ মুস্তাফিজ, ফরিদপুর:

ফরিদপুর জেলার সালথায় উপজেলায় লাভলু শেখ নামের এক ভ্যান চালক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা ।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গলায় রশি লাগানো অবস্থায় লাভলু শেখ নামের ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দী নামক এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাভলু মীরকান্দী গ্রামের হোসেন শেখের ছেলে বলে জানা যায়।

এলকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় লাভলু শেখ বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়। এরপর আর রাতে বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন এলাকাবাসী মীরকান্দী গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছি । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে বানিজ্যিক সম্পর্ক

নূর নিউজ

তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, সাধারণ মানুষের ক্ষোভ

নূর নিউজ

চ্যালেঞ্জিং সময়ে বিএনপি রাজনীতির নামে বিষোদগার চালিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

নূর নিউজ