ফরিদপুরে ভ্যান চালকের লাশ উদ্ধার

সৈয়দ মুস্তাফিজ, ফরিদপুর:

ফরিদপুর জেলার সালথায় উপজেলায় লাভলু শেখ নামের এক ভ্যান চালক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা ।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গলায় রশি লাগানো অবস্থায় লাভলু শেখ নামের ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।

উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দী নামক এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাভলু মীরকান্দী গ্রামের হোসেন শেখের ছেলে বলে জানা যায়।

এলকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় লাভলু শেখ বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়। এরপর আর রাতে বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন এলাকাবাসী মীরকান্দী গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছি । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরো সংবাদ

স্কুলে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তে নাগরিকদের অন্তর্ভুক্ত করুন: ইসলামী আন্দোলন

আনসারুল হক

মর্মান্তিক দুর্ঘটনায় ছাত্র জমিয়তের কেন্দ্রীয় অফিস সম্পাদকের ইন্তেকাল

আনসারুল হক

হেফাজতের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ গ্রেফতার

আনসারুল হক