ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে কানাডার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কানাডা যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা “খুব কঠিন” হয়ে পড়বে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন:
“বাহ! কানাডা সবেমাত্র ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদাকে সমর্থন করছে। এর ফলে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে। ওহ কানাডা!!!”
ট্রাম্পের এই মন্তব্য আসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির এক ঘোষণার পর, যেখানে তিনি জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। ফ্রান্স ও যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণার পর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এই সিদ্ধান্তকে হামাসকে পুরস্কৃত করার সামিল মনে করছেন।
“প্রেসিডেন্ট মনে করেন, হামাসকে কোনওভাবে পুরস্কৃত করা উচিত নয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে সেটাই হবে হামাসকে পুরস্কৃত করা।”
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও সাধারণ মানুষকে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা, তবে রাজনৈতিক স্বীকৃতি নয়।
এই মুহূর্তে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্রাম্পের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিষয়টি ঘিরে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যকার ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বে একটি নতুন স্রোত শুরু হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া এ বিভাজনকেই সামনে নিয়ে এসেছে।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স.