অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার সরকারের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বিশ্ব এখন মধ্যপ্রাচ্যে শান্তি, যুদ্ধবিরতি এবং গাজার মানুষের জন্য মানবিক সহায়তা দেখতে চায়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সম্প্রচারমাধ্যম এসবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সি সূত্রে জানা গেছে, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্যে অবস্থানকালে রাজা চার্লসের সঙ্গে বৈঠকের পর আলবানিজ নতুনভাবে তার অবস্থান তুলে ধরেন।
আলবানিজ বলেন, ‘বিশ্ব আমাদের অবস্থান স্পষ্টভাবে বুঝেছে। মানুষ শান্তি, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দেখতে চায়, গাজার সাধারণ মানুষের কাছে সহায়তা পৌঁছাতে চায়।’
তিনি আরও জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অস্ট্রেলিয়ার পদক্ষেপ কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বিতভাবে নেওয়া হয়েছে। এটি মূলত দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে আন্তর্জাতিকভাবে নতুন গতি সৃষ্টির প্রচেষ্টার অংশ।
প্রসঙ্গত, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: আনাদোলু এজেন্সি