ফিলিস্তিনে যুদ্ধবিরতির আহ্বান মালালার

ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মী ও শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

এরই মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষে ২ হাজার ৭০০–এর বেশি মানুষ নিহত হয়েছেন।

মালালা গত মঙ্গলবার রাতে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘চলমান এই সংঘর্ষের ঘটনায় গত কয়েক দিনের দুঃখজনক খবরগুলো পড়তে গিয়ে বারবার আমার ফিলিস্তিনি ও ইসরায়েলি শিশুদের কথা মনে পড়ছিল।’

নিজের বেড়ে ওঠার সময়টাতে সন্ত্রাসবাদের সাক্ষী হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে মালালা বলেন, যুদ্ধ কখনোই শিশুদের রেহাই দেয় না। এমনকি ইসরায়েলে যাঁরা নিজ বাড়ি থেকে অপহৃত হয়েছেন, কিংবা গাজায় যাঁরা বিমান হামলা থেকে বাঁচতে লুকিয়ে আছেন, তাঁরা খাবার ও পানির চরম সংকটে আছেন।’ তিনি বলেন ‘পবিত্র ভূমিতে শান্তি ও ন্যায়বিচারপ্রত্যাশী সব শিশু ও মানুষের জন্য আমি শোকাহত।’

হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাতের শুরু হয় ৭ অক্টোবর। ওই দিন ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের মতো রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি। ভেদ করে দেয় ইসরায়েলের গর্ব করার মতো নিরাপত্তাব্যবস্থাকে।

এ জাতীয় আরো সংবাদ

কোরআন পোড়ানোর প্রতিবাদে উত্তাল সুইডেন

আনসারুল হক

মানবিক সাহায্য গ্রহণের জন্য খুলছে কাবুল বিমানবন্দর

আনসারুল হক

আলবেনিয়ার ভাষায় প্রথম অনুবাদ হলো আল কুরআন

নূর নিউজ