ফুটপাটে অসহায়দের পাশে ইবিট লিও

রাজধানী ঢাকা শহরের ফুটপাটে ছিন্নমূল ও অসহায়দের মাঝে সকালের নাস্তা বিতরণ করেছেন ‘মানবতার ফেরিওয়ালা’খ্যাত আলোচিত দাঈ ও সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও।

আজ শনিবার (২১ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত বেশ কিছু ছবিও পোস্ট করেছেন ইবিট লিও।

ছবি শেয়ার করে তিনি লিখেছেন, খুবই কষ্ট লাগছে আমার ৷ এটা শীতের সকাল ১১ ডিগ্রি সেলসিয়াস ৷ তবে অনেক পরিবার যারা এখন রাস্তার পাশে পাতলা কম্বলমুড়ি দিয়ে ঘুমাচ্ছে তাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ৷ আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলছি তাও আমাদের অনেক ঠান্ডা লাগছে ৷ কিন্তু কতই না কষ্টের তাদের জীবন ৷ আল্লাহ তাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুক ৷

বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’খ্যাত আলোচিত দাঈ ও সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও। ঢাকা প্রবেশের পর থেকেই বিভিন্নভাবে ছিন্নমূল ও অসহায়দের মাঝে পাশে দাঁড়িয়েছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির দায়ে রাখাল রাহার বিরুদ্ধে মামলা

আনসারুল হক

অবিলম্বে ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস বাতিল করতে হবে: ইসলামী ঐক্যজোট

নূর নিউজ

হেফাজতের মহাসমাবেশ সফলে লালবাগে মিছিল

আনসারুল হক