অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি আপনাদের সামনে ঘোষণা করছি, আমরা একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় প্রবেশ করছি। আমাদের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব—একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।”
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে যাতে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেন নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, “এই নির্বাচন যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সর্বজনগ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করতে সরকার সকল ধরনের সহায়তা প্রদান করবে।”
ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, “এবারের নির্বাচন যেন ভোটার উপস্থিতি, শান্তি-শৃঙ্খলা এবং সৌহার্দ্য-সম্প্রীতির দিক থেকে দেশের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকে, সেই লক্ষ্যেই আগামীকাল থেকে পূর্ণ প্রস্তুতি শুরু করবো।”