ফেব্রুয়ারিতে নির্বাচনের যৌথ ঘোষণায় জমিয়তের সন্তোষ প্রকাশ

আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে, পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত বৈঠক-পরবর্তী যৌথ ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন,
“নির্বাচনের সময়সীমা ঘিরে সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর যে দূরত্ব ও জনমনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আজকের যৌথ ঘোষণার মাধ্যমে তা অনেকাংশে দূর হবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, “এ ঘোষণাকে বাস্তবায়নের জন্য কেবল সময় নির্ধারণই যথেষ্ট নয়, বরং প্রয়োজন প্রয়োজনীয় সংস্কার ও সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। তাহলেই একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও অর্থবহ নির্বাচন সম্ভব হবে।”

এ জাতীয় আরো সংবাদ

আবারো জোটের গুরুত্ব রাজনীতিতে

নূর নিউজ

জামিনে মুক্ত মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

নূর নিউজ

পুরোনো বন্দোবস্তের নির্বাচন করে দেশকে আগের অবস্থায় নেয়ার সুযোগ দেয়া হবে না

আনসারুল হক