ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট : প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, “এটি আমাদের সরকারের একটি অঙ্গীকার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। প্রতিটি ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে।”

শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, ঢাকসু নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কে জিতেছে বা কে হেরেছে সেটি সরকারের বিষয় নয়; বরং নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন এবং আইনশৃঙ্খলা রক্ষা করাই ছিল মূল লক্ষ্য। প্রায় ৮০ শতাংশ ভোটার সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা এ নির্বাচনকে একটি “ফাউন্ডেশনাল ইলেকশন” হিসেবে আখ্যা দিয়েছেন। এটি ভবিষ্যতের জাতীয় নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকে আরও এগিয়ে নেবে। তাই ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলাম, রেলওয়ে প্রকৌশলী ফয়জুল করিম খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

আনসারুল হক

আমরা যেটুকু খরচ করেছি তা জনগণের স্বার্থে: প্রধানমন্ত্রী

নূর নিউজ

তুরস্কে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশী ব্যবসায়ীরা

নূর নিউজ