ফের বন্যার মহাবিপদে মানুষ

আবারও বন্যার মহাবিপদে মানুষ। তলিয়েছে বিস্তীর্ণ এলাকা। রাজধানী ঢাকায়ও অবিরাম বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা ও চরাঞ্চলে ৪ ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

গতকাল এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে পারে এবং এরপর ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

মুহিবুল্লাহ হত্যার ঘটনায় কোনো বিদেশি সংস্থা জড়িত কিনা, তদন্ত হচ্ছে

নূর নিউজ

নির্বাচন বিলম্বে হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে : মাওলানা ইউসুফী

আনসারুল হক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : শফিকুল আলম

নূর নিউজ