ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের বিরাট অবদান ছিল: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের বিরাট অবদান ছিল। বাংলাদেশের স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সকল শক্তি ও মতাদর্শের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি।”

শুক্রবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আজ হেফাজতের মুরুব্বি আল্লামা বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছি। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কেউ কেউ ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে, যা জনগণ কখনোই মেনে নেবে না। আমরা প্রায় সব সংস্কারে ঐকমত্যে পৌঁছেছি, শুধু কিছু সুপারিশ নিয়ে ভিন্নমত রয়েছে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে রাজি আছে।”

এর আগে, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে ৮২৬টি সুপারিশের মধ্যে ৫১টি নিয়ে এখনো মতানৈক্য আছে। আলোচনা অব্যাহত রয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

৫ অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আনসারুল হক

এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা

নূর নিউজ

রাজধানীর ৬৮ শতাংশ রোগীর শরীরে ভারতীয় ধরন

আনসারুল হক