ফ্যাসিবাদী মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও উদীয়মান রাজনীতিক থালাপতি বিজয় মাদুরাইয়ে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম–এর সম্মেলনে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপিকে সরাসরি ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে কড়া আক্রমণ চালিয়েছেন।

বিজয় বলেন, “এটা আর কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয়—এটা আদর্শের যুদ্ধ। বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার বানাচ্ছে, দুর্বল করছে গণতন্ত্রকে। তাই আজকের দিনে বিজেপিই আমার কাছে সবচেয়ে বড় আদর্শিক শত্রু।”

তার এই ঘোষণাকে ঘিরে পিটিআই, এএনআই, এনটিভি, হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের প্রধান সংবাদমাধ্যমগুলো শিরোনাম করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়—বিজেপির পাশাপাশি বিজয় ডিএমকেকেও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছেন, তবে পার্থক্য হলো—ডিএমকের সঙ্গে সংঘাত কেবল রাজনৈতিক পরিসরে, কিন্তু বিজেপির সঙ্গে সংঘর্ষ একেবারেই আদর্শিক স্তরে।

তিনি বলেন, তার দলের মূলনীতি হলো সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার—যা বিজেপির আদর্শের বিপরীত।

২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল দ্রুত তামিল রাজনীতিতে আলোচনায় এসেছে। কোটি তরুণের সমর্থন তার সঙ্গে রয়েছে। মাদুরাইয়ের জনসভায় তিনি যখন কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ করলেন, মুহূর্তেই তা সাড়া ফেলে রাজনৈতিক অঙ্গনে।

সভাস্থলে উপস্থিত হাজারো সমর্থক করতালি ও উল্লাসে তার বক্তৃতাকে দাবানলের মতো ছড়িয়ে দেন।

হিন্দুস্তান টাইমস মন্তব্য করেছে, বিজয়ের এই অবস্থান জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলবেই। আর ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, একজন তারকা-রাজনীতিকের মুখে ‘ফ্যাসিবাদী বিজেপি’ শব্দ উচ্চারণ শুধু শিরোনাম নয়, তীব্র বিতর্কও উস্কে দেবে।

যদিও বিজেপি বা অন্য প্রধান দলগুলো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে—বিজয়ের এই ঘোষণা দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

মাদুরাইয়ের মঞ্চ থেকে বিজয় স্পষ্ট কণ্ঠে বলেন, “আমরা নীরব থাকতে পারি না। এখনই ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তার এই দৃঢ় ঘোষণা শুধু একটি বক্তৃতা নয়, বরং ভারতের রাজনীতিতে নতুন এক সংঘর্ষের ইঙ্গিত।

এ জাতীয় আরো সংবাদ

দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

Sufian Farabee

শান্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু সরকার : এরদোয়ান

আনসারুল হক

ইসরাইলে দূতাবাস খুলছে বাহরাইন : হামাস ও মুসলিম বিশ্বের নিন্দা

আলাউদ্দিন