ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে: জমিয়ত

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলা ও তাকে রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, “বর্তমান পরিস্থিতিতে এ ধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমরা। সরকারকে সবার সাথেই সমান ও নিরপেক্ষ আচরণ করতে হবে।”

তিনি আরো বলেন, “ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশের মানুষ অশান্তি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, নতুন নতুন ইস্যু সৃষ্টির জন্য নয়। একটার পর একটা ইস্যু সামনে নিয়ে আসার নেপথ্যে কারা কাজ করছে, তা দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে।”

মাওলানা ইউসুফী দেশের সার্বিক শান্তি বজায় রাখতে সরকার ও রাজনৈতিক সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রর্যাপ্ত কুরবানী রয়েছে বাংলাদেশে

নূর নিউজ

ঝুলন্ত অবস্থায় তামিমার মরদেহ উদ্ধার

আলাউদ্দিন

পাবলিক পরীক্ষায় ইসলামী শিক্ষা না রেখে গুরুত্বহীন করে দিয়েছে সরকার

নূর নিউজ