ফ্যাসিস্ট তৈরি হয় যে নির্বাচনে, তা চাই না; পিআর ভিত্তিক নির্বাচন দিন

আজ ১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’-এর আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, ‘যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ তৈরি হয়—বাংলাদেশে আমরা সেই নির্বাচন আর দেখতে চাই না। দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভিত্তিক নির্বাচন চালু হলে এসব অপকর্ম বন্ধ হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘মায়েদের বুকফাটা আহাজারি, মেধাবী ছাত্র আবু সাঈদের গুলিবিদ্ধ দেহ এখনো আমাদের চোখের সামনে ভাসে। এ নির্মমতার বিরুদ্ধে আমরা-ই একমাত্র রাজনৈতিক ব্যানারে রাজপথে দাঁড়িয়েছিলাম।’

মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘পিআর পদ্ধতির প্রস্তাব যুগোপযোগী, বাস্তবভিত্তিক ও দেশ ও জাতির কল্যাণে অপরিহার্য। নির্বাচন ব্যবস্থায় এই পরিবর্তন আনলে ভোট ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের পথ রুদ্ধ হবে। কিন্তু যেসব গোষ্ঠী অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে।’

তিনি অভিযোগ করেন, ‘দেশবিরোধী মহল পীর সাহেব চরমোনাই-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সবাইকে সজাগ ও প্রস্তুত থাকতে হবে।’

সহকারী মহাসচিব মাওলানা কে এম আতিকুর রহমান বলেন, ‘বিচারহীনতা এবং বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব আমাদের বিচারব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সভাপতির বক্তব্যে ইউসুফ আহমাদ মানসুর বলেন, ‘গত বছর ১৮ জুলাই পীর সাহেব চরমোনাই-এর হৃদয়বিদারক ভাষণ—‘ওই নরপিশাচ! তুই আমার সন্তানদের বুকে গুলি করলি কেন?’—সারাদেশে আলোড়ন তোলে। সেদিন থেকেই ‘জুলাই জাগরণ’ শুরু হয়, যা পরবর্তীতে স্বৈরাচারবিরোধী গণপ্রতিরোধ আন্দোলনে রূপ নেয়।’

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‌‌‘শহীদ পরিবারদের যথাযথ মর্যাদা ও পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। নির্বাচন সামনে রেখে ভয়-আতঙ্কে দেশবাসী। এই পরিস্থিতি থেকে উত্তরণে Proportional Representation (PR) ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু ছাড়া আর কোনো পথ নেই।’

সভায় আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়জুল ইসলাম, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম, মানবসম্পদ সম্পাদক ইউসুফ পিয়াস, কওমি মাদরাসা সম্পাদক মাহদী ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক খাইরুল কবির, সাহিত্য সম্পাদক আবদুল আজিজ নোমান, সদস্য ইব্রাহীম নাসরুল্লাহ, তুহিন মালিক প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

অক্টোবরেই চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল

নূর নিউজ

জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহবান হেফাজত মহাসচিবের 

নূর নিউজ

আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না

নূর নিউজ