ফ্লাইওভারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তার নাম মাইশা মমতাজ মিম।তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট নামার পথে দুর্ঘটনাটি ঘটেছে।নিহত ওই ছাত্রীকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পেয়েছি। ওখানে তার একটি স্কুটি পাওয়া গেছে।

লাশ সুরতহাল শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, মিমের বাসা উত্তরাতে। তিনি কোথা থেকে কোন দিকে যাচ্ছিলেন- তা তাৎক্ষণিক জানা যায়নি।

ফ্লাইওভারের ওপর দুর্ঘটনা কীভাবে ঘটেছে- তার বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি ওসি।বলেন, তারা জানার চেষ্টা করছেন।

এ জাতীয় আরো সংবাদ

তুরস্কের সরকারি গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

নূর নিউজ

জমিয়ত সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী অসুস্থ, দোয়া কামনা

আনসারুল হক

পুরনো নেতৃত্বে ফিরেছে হেফাজত, নেতারা বলছেন আগের জৌলুস ফিরে পাবে

নূর নিউজ