ফ্লোটিলায় হামলার প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক জাহাজ আটকে দিয়েছে ইসরাইল। এর প্রতিবাদে ইতালি, স্পেন, জার্মানি ও তুরস্কের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। খবর আল জাজিরার।

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলওয়ে স্টেশনে ঢুকে ট্রেন চলাচল বন্ধ করে দেন। রাজধানী রোমে টার্মিনি রেলওয়ে স্টেশনের আশপাশে জমায়েত হওয়া আন্দোলনকারীদের ঘিরে রাখে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লোটিলায় হামলার প্রতিবাদে স্পেন, জার্মানির বার্লিন ও তুরস্কের ইস্তাম্বুলে হাজারো মানুষ রাজপথে নেমে আসে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে রয়েছে প্রায় ৪৫টির বেশি জাহাজ, যেগুলোতে প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী যোগ দিয়েছেন। এতে একটি ইতালীয় দলও অংশ নিয়েছে।

অংশগ্রহণকারীরা ওষুধ ও খাদ্য বহন করে গাজায় অবরোধ ভাঙার চেষ্টা করছেন। তবে ইসরাইল বারবার সতর্ক করে তাদের ফিরে যেতে বলেছে।

এ জাতীয় আরো সংবাদ

কতদিন যুদ্ধ চলবে জানাল রাশিয়া

নূর নিউজ

ভারতে মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় ওআইসির উদ্বেগ

নূর নিউজ

জাপানে সুনামির আঘাত, জনগণকে সরে যাওয়ার নির্দেশনা

নূর নিউজ