বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সস্ত্রীক ঢাকায় পৌঁছানোর পর সেখান থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধে যান।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রামনাথ কোবিন্দ সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এ ছাড়া তিনি স্মৃতিসৌধের ‘সফর বইয়ে’ স্বাক্ষর করেন।

এর আগে সকাল সোয়া ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের রাষ্ট্রপতি রামনাথকে স্বাগত জানান বাংলাদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ

নিরপেক্ষ সরকার ফখরুলের মামা বাড়ির আবদার: কাদের

নূর নিউজ

গণকমিশনকে টাকা পাচারকারীদের তথ্য প্রকাশের আহ্বান বাবলার

নূর নিউজ

জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর!

নূর নিউজ