বছরের শুরুতেই গাজায় বিমান হামলা চালালো ইসরাইল

ফিলিস্তিনের গাজায় হামাসের সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার ইসরাইলি কর্তৃপক্ষ এ বিমান হামলা চালায় বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

ইসরাইলি জঙ্গি বিমানগুলো গাজার আল-কাদিসিয়াহ এলাকায় অবস্থিত হামাসের সামরিক শাখা ইজ আল-দিন আল-কাসিম ফোর্সের সদস্যদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। ওই এলাকাটি গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি জঙ্গি বিমানগুলো গাজায় কমপক্ষে ১০ বার হামলা চালিয়েছে।

এ বিমান হামলায় কতজন ফিলিস্তিনি আহত বা নিহত হয়েছেন তার বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে দু’টি রকেট হামলা চালানো হয়েছে। ওই রকেটগুলো তেল আবিবের কয়েক কি.মি. দূরে ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে।

সূত্র : ইয়েনি শাফাক

এ জাতীয় আরো সংবাদ

তালেবানের দখলে আফগানিস্তানের বড় তিন শহর

আনসারুল হক

ক্যাপিটল হিলে ফের হামলার চেষ্টা, নিহত ২

আলাউদ্দিন

সুইডেনে কুরআন অবমাননায় রাশিয়ার হাত?

নূর নিউজ