বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মক্কায় বিদ্যুতিক কোচ চালু

মসজিদুল হারামে তাওয়াফ ও জিয়ারতে বয়স্ক ও প্রতিবন্ধীদের পরিবহনের জন্য বৈদ্যুতিক কোচ চালু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

সর্বশেষ সুবিধাটি জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীতে (স.) চালু করা হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, বৈদ্যুতিক কোচের দৈর্ঘ্য ২.৯৮ মিটার এবং চওড়া ১ মিটার। আন্তর্জাতিক নিরাপত্তা মানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কোচ আটটি ড্রাই সেল দিয়ে চলে- যার ৩০ কিলোমিটার পর্যন্ত অপারেটিং ক্ষমতা রয়েছে।

বৈদ্যুতিক কোচগুলো আধুনিক উপায়ে ফাইবারগ্লাস দিয়ে তৈরি, যা নিরাপত্তার সর্বোচ্চ মান বহন করে। চালক ছাড়াই ৭ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে কোচটির

এ জাতীয় আরো সংবাদ

হজের সময় ছবি তোলা নিয়ে নতুন নির্দেশনা

নূর নিউজ

মুসলিম তরুণদের মধ্যে ধর্মের প্রতি ঝোঁক বাড়ছে

নূর নিউজ

জাতীয় পরিষদ ভেঙে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, এবার কি তবে ইমরানের রক্ষা হলো?

নূর নিউজ