বিশ্বখ্যাত পাকিস্তানি ইসলামিক স্কলার মুফতি তারিক মাসুদ ৯ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বনশ্রী কেন্দ্রীয় মসজিদ, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বক্তব্য দেবেন।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা যায়, বাংলাদেশ সফরকালে তিনি ঢাকা, কক্সবাজার, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন ইসলামী মজলিসে অংশ নেবেন। এসব অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
রাজধানী ঢাকায় মুফতি তারিক মাসুদের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বক্তব্য রাখবেন। একই দিন রাত ৯টায় ঢাকার ওয়ারী এলাকায় মসজিদুন নুরে একটি আলোচনায় অংশ নেবেন।
পরদিন শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বনশ্রী কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন।
একই দিন সন্ধ্যা ৭টায় পল্লবীর ইনসাফ ফাউন্ডেশন মিলনায়তনে বক্তব্য দেবেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তিনি বক্তব্য দেবেন। এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনে জোনাকি কনভেনশন হলে বক্তব্য দেবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৭টা ৩০ মিনিটে কক্সবাজারের একটি ফিকহি সেমিনারে অংশ নেবেন।
৩০ জুলাই বুধবার সকালে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। রাতে মৌলভীবাজার সদরে আরেকটি ইসলামী সম্মেলনে অংশ নেবেন।
সর্বশেষ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে অংশ নেবেন।