বাংলাদেশ এলেন আজাদ কাশ্মিরের তথ্যমন্ত্রী আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরীর দৌহিত্র

আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য দৌহিত্র ও পাকিস্তানের আজাদ কাশ্মীর সরকারের বর্তমান তথ্যমন্ত্রী আল্লামা পীর মাযহার সাঈদ শাহ হাফিজাহুল্লাহ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

আজ বুধবার ভোর ৫টা ৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা আবু সায়েম খালেদ, মুফতি মানসুরসহ দেশবরেণ্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশে আগমন উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী বলেন—
“বাংলাদেশ আমার কাছে প্রিয়ভূমি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরীর রেখে যাওয়া ইসলামী দাওয়াত ও জ্ঞানের আলো এখানে গভীরভাবে ছড়িয়ে আছে। আমি আশা করি, এ সফর দ্বিপাক্ষিক ভ্রাতৃত্ব, শিক্ষা-সংস্কৃতি ও দাওয়াতি অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরও বলেন, পাকিস্তান ও বাংলাদেশ দুই মুসলিম দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। ভবিষ্যতে ইসলামী ঐক্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

সফরসূচি

২৭ আগস্ট (আজ): বাদ জোহর নারায়ণগঞ্জ জামিয়া কারিমিয়ায় দ্বীনি আলোচনা এবং নারায়ণগঞ্জে আরও তিনটি প্রোগ্রামে অংশগ্রহণ।

২৮ আগস্ট: আন্তর্জাতিক সীরাত সম্মেলনে যোগদান।

২৯ আগস্ট: ঢাকার বনানীতে জুমার নামাজে খুতবা ও আলোচনা।

সফরের উদ্দেশ্য দাওয়াতি কাজ এবং বাংলাদেশের বিভিন্ন দ্বীনি মাদারিস পরিদর্শন। আয়োজক সূত্রে জানা গেছে, নির্ধারিত তিন দিনের সফরের বাইরে প্রোগ্রাম আরও বাড়তে পারে।

এ জাতীয় আরো সংবাদ

জাকসু নির্বাচনেও শিবিরের ভূমিধস জয়

আনসারুল হক

সুনামগঞ্জ জমিয়ত নেতার লাশ নদী থেকে উদ্ধার, বিচার দাবি কেন্দ্রীয় জমিয়তের

আনসারুল হক

ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হেফাজত মহাসচিবের

আনসারুল হক