প্রাইভেট মাদরাসা কল্যাণমূলক ঐক্যবদ্ধ জাতীয় সংগঠন ‘বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন’ (বিএমএ) এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষনা উপলক্ষ্যে কাউন্সিল আজ শনিবার (১৭ মে) সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হামিদ গওহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী। আংশিক কমিটি ঘোষণা করেন ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মুহতামিম আল্লামা সুফিয়ান কাসেমী। বক্তব্য রাখেন শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ।
কাউন্সিলে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ শক্তিই সাফল্যের মেরুদন্ড। বিপরীতমুখী বিভেদ ও অনৈক্যের নানাবিধ কুফল কারো অজানা নয়। এই বাস্তবতাকে সামনে রেখে মুসলমানদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে।
তারা বলেন, বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। মাদরাসাসমূহের দায়িত্বশীলদের মধ্যে একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আমরা চাই সকল মাদরাসায় একই সিলেবাসের আওতায় আসবে, এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার গুণগত মান বৃদ্ধি পাবে। এছাড়াও মাদরাসা সমূহের সার্বিক কল্যাণে সর্বপ্রকার সহযোগিতা করতে আমাদের একটি শক্তিশালী টিম গঠন করা হয়েছে। তারা সেই লক্ষ্যে কাজ করে যাবে ইনশাল্লাহ।
কাউন্সিলে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়:
সভাপতি: হাফেজ মাওলানা আব্দুল হামিদ গওহারী
সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা আব্দুল্লাহ
সিনিয়র সহ-সভাপতি: মুফতি ফয়জুল্লাহ
সহ-সভাপতি যৌথভাবে দুইজন:
হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী
মাওলানা তানভীরুল ইসলাম মহসিন
যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতি আবুল হাসান শাহী
সাংগঠনিক সম্পাদক: মুফতি হিফজুর রহমান
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মাওলানা আবীর মোহাম্মদ রওশান।
দপ্তর সম্পাদক: মুফতি ইব্রাহিম খলিল কাওসারী
অর্থ সম্পাদক: মুফতি আহসান হাবিব
প্রচার সম্পাদক: হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসাইন
শিক্ষা সম্পাদক: মুফতি মিজানুর রহমান গওহারী
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মাওলানা হিশামুর রহমান
নির্বাহী সদস্য: নাজির আহমেদ তালুকদার, মাওলানা জালাল উদ্দিন ইসলাম, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয়।