বাজারে আসছে আইফোন ‘১৪’, দাম শুরু মাত্র ৭৫ হাজার টাকা থেকে

জরুরি স্যাটেলাইট সংযোগ এবং গাড়ি দুর্ঘটনা সনাক্তকরণ প্রযুক্তিসহ আইফোন-১৪ সিরিজ উন্মোচনের ঘোষণা দিলো অ্যাপল। বুধবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে কোম্পানির কুপারটিনো সদর দপ্তরে এক লঞ্চ ইভেন্টে এই সিরিজের মোট ৪টি হ্যান্ডসেটের (আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স) ঘোষণা দেওয়া হয়।

মহামারির পর এই প্রথম দর্শকদের উপস্থিতিতে লঞ্চ হলো অ্যাপলের নতুন ডিভাইস। চলুন জেনে নেওয়া যাক নতুন এই ফোনের বৈশিষ্ট এবং দাম।

আইফোন-১৪ সিরিজের ফোন চারটি দুই মাপের স্ক্রিনে বাজারে আনছে অ্যাপল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-এর স্ক্রিন ৬.১ ইঞ্চি। অন্যদিকে, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন ৬.৭ ইঞ্চি। নতুন এই ফোনগুলো আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি। ব্ল্যাক, সিলভার, গোল্ড এবং পার্পল- এই ৪ রঙে মিলবে ফোনগুলো।

ফোনগুলোতে রয়েছে এ১৬ বায়োনিক চিপসেট। এর পাশাপাশি, আইফোন ১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল; আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। এছাড়া ফোনগুলোতে রয়েছে ওএলইডি ডিসপ্লে, ১২০০নিটস পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন।

এবারের ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের চেয়ে অনেক ভালো বলে দাবি করেছে অ্যাপল।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আইফোন-১৪-এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৭৫ হাজার। আইফোন ১৪ প্লাস শুরু হয়েছে ৮৯৯ ডলার থেকে; বাংলাদেশি মুদ্রায় এর ন্যূনতম দাম পড়বে প্রায় ৮৫ হাজার টাকা। এদিকে, আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার থেকে; বাংলাদেশি টাকায় এই ফোন কিনতে গুণতে হবে কমপক্ষে ৯৪ হাজার টাকা; এবং সবশেষ আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার থেকে, যার দাম বাংলাদেশি টাকায় পড়বে প্রায় ১ লাখ সাড়ে ৩ হাজার।

অ্যাপল জানিয়েছে, ৯ সেপ্টেম্বর থেকে নতুন এই ডিভাইসগুলোর জন্য অর্ডার নেওয়া শুরু হবে। আর ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।

একই দিনে আইফোন-১৪ ছাড়াও ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রো বাজার নিয়ে আসার ঘোষণা দেয় মার্কিন এই প্রযুক্তি সংস্থাটি। শীঘ্রই ক্রেতারা এই ডিভাইসগুলোর জন্য অর্ডার দিতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

জনপ্রিয় হয়ে ওঠছে মুসলিমদের পরিচালিত স্যোশাল মিডিয়া ‘আলফাফা’

নূর নিউজ

আইফোন ১৩ সিরিজে থাকছে নতুন চমক

আনসারুল হক

সব ফোনের জন্য একই চার্জার চায় ইউরোপীয় ইউনিয়ন

নূর নিউজ