বাবাকে খু’ন করে ইমামকে মাইকে প্রচার করতে বলেন ছেলে

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে মসজিদের ইমামকে মাইক দিয়ে প্রচার করতে বলেন ছেলে রাশেদ মিয়া (৩০)। নিহত বাবা আলী আজগর (৬৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে মসজিদে এসে বাবার মৃত্যুর সংবাদ মাইকে ঘোষণা করতে বললে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় নিহতের ছেলে রাশেদ মিয়াকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে।

সোমবার গভীর রাতে কালিহাতী উপজেলার পাঁচচারান রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ করেই কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে কুপিয়ে হত্যা করে।

পরে রাশেদ স্থানীয় একটি মসজিদে গিয়ে ইমামকে জানায় যে, সে তার বাবাকে হত্যা করেছে আপনি মাইকে প্রচার করেন। এ সময় ইমাম স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাশেদ মিয়াকে আটক করেছে। নিহত আলী আজগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

আনসারুল হক

ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন, বিকল্প নির্দেশনা

Sufian Farabee

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

নূর নিউজ