বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলার উদ্বোধন আজ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে আজ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাদ আসর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত থাকবেন।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মাসব্যাপী এই মেলায় প্রায় দেড় শতাধিক স্টল স্থান পেয়েছে। পাশাপাশি মিসর, লেবানন ও পাকিস্তান থেকে প্রায় পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশ নিচ্ছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।

এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্রসহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা।

এ জাতীয় আরো সংবাদ

৩ মে হেফাজতের মহাসমাবেশ সফলে উত্তরা জোনের বিশাল সমাবেশ ও গণমিছিল

আনসারুল হক

মুফতি রিজওয়ান রফিকী জামিনে মুক্তি

নূর নিউজ

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে হেফাজতের সতর্কবার্তা

আনসারুল হক