বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ৪১ পুলিশ

রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলেও তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঢামেক হাসপাতালে আওয়ামী-লীগ, ছাত্রলীগ, যুবলীগের ২৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

নূর নিউজ

ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তিন যুগ ধরে পথ চলছে ইসলামী আন্দোলন

নূর নিউজ

ওষুধের গুণগতমান নিশ্চিত করে জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নূর নিউজ