বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ছোট ভাই

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই মো: আরফান আলী এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন।

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তিনি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে লালমনিরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। সীমান্ত হত্যার সেই মর্মস্পর্শী দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ফেলানীর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

আজ ঢাকায় আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আনসারুল হক

হলে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, ছাত্রদলের সঙ্গে বসবে প্রশাসন

আনসারুল হক

মেশিনগান পাহারা হাস্যকর নাটক : ফখরুল

আনসারুল হক