রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এ অনুষ্ঠান রাত ১১টা পর্যন্ত চলার কথা থাকলেও, ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণাকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, আজ ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ১৯ জন নিহত ও বহু শিক্ষার্থী আহত হয়েছে। এই শোকাবহ মুহূর্তে আমরা কোনো উৎসব অনুষ্ঠান চালিয়ে যেতে পারি না। তাই আজকের ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ স্থগিত ঘোষণা করা হচ্ছে।’
তিনি আরও জানান, আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সকল মাদরাসা, মসজিদ এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানসূচিতে যা থাকার কথা ছিল
‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’-তে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প প্রদর্শনের আয়োজন ছিল।
এছাড়া কবিতা আবৃত্তি, হামদ-নাত, দ্রোহের গান, এবং দুইটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের কথাও ছিল, যা সবই স্থগিত করা হয়েছে।
অনুষ্ঠনের প্রাক্কালে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭বিজিআই প্রশিক্ষণ জেট দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আইএসপিআর।