বিমান বিধ্বস্ত হয়ে হতাহতেের ঘটনায় নেজামে ইসলাম পার্টির গভীর শোক ও উদ্বেগ

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজু ও সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীন।

এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে বহু তাজা প্রাণ ঝরে যাওয়া এবং কোমলমতি শিক্ষার্থীসহ অনেকের আহত হওয়ার ঘটনা চরম উদ্বেগজনক।

এমতাবস্থায় জনাকীর্ণ রাজধানীর আকাশে সামরিক প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কতটা নিরাপদ এমন প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জরুরি ব্যবস্থাগ্রহণ এবং ভবিষ্যতের ব্যাপারে আরও সতর্কতামূলক, যথাযথ পদক্ষেপ কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

নেতৃবৃন্দ আল্লাহ তা’আলার দরবারে শহীদদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও শোকাহত পরিবারগুলোর উত্তম ধৈর্যের তাওফিক কামনা করেন। সেই সাথে আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থাগ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি এবং আহত ও শোকাহতদের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীসহ মানবিক চেতনার জনসাধারণের প্রতি আহবান জানান।

এ জাতীয় আরো সংবাদ

সৌদি আরবে হজ পালনে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

নূর নিউজ

কক্সবাজার সৈকত ঘুরতে এসে ৪৭৩ রোহিঙ্গা আটক

নূর নিউজ

সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ডের খাবার বিতরণ

আনসারুল হক