বিশুদ্ধ পানির জোগানে সহায়তা করবে এমিরেটস এয়ার

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় একটি এনজিও এমিরেটস এয়ারলাইন ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যৌথভাবে কাজ করবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম ধাপে আমিরাতের ৭টি প্রতীক হিসেবে মোট ৭টি নলকূপ স্থাপন করেছে এয়ারলাইনটি। নলকূপ স্থাপনের এই উদ্যোগটি আগামী ৯ বছরে বাংলাদেশের ৬৪টি জেলায় বাস্তবায়িত হবে।

বাংলাদেশে নিযুক্ত এমিরেটসের এরিয়া ম্যানেজার মোহামেদ আল হাম্মাদী বলেন, এ বছর বাংলাদেশ ও ইউএই উভয়েই তাদের প্রতিষ্ঠার ৫১তম বার্ষিকী উদযাপন করছে। ১৯৮৬ সালে প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে যাত্রীবাহী ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে।

তিনি বলেন, এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে এমিরেটস আনন্দিত। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের জন্য বিশুদ্ধ পানির উৎস প্রাপ্তির মতো মৌলিক চাহিদা পূরণে ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে আমরা হাত মিলিয়েছি। যে জনগোষ্ঠীকে আমরা সেবা করছি তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে এবং আমি মনে করি এ উদ্যোগটি সেই দায়িত্ব পালনের একটি অর্থপূর্ণ উপায়।

২০০৮ সালে এমিরেটস ফাউন্ডেশন বাংলাদেশে তাদের ফ্ল্যাগশিপ প্রকল্প- এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতালের কার্যক্রম চালু করে। ভাসমান এই হাসপাতালটি দেশের প্রত্যন্ত চরাঞ্চ্বয়ীয়ে ৬ লাখ ৫০ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে মেডিকেল সেবা দিয়েছে। হাসপাতালটি প্রতি মাসে ছয় হাজারের বেশি মেডিকেল সেবা দিয়ে থাকে। এমিরেটস ফাউন্ডেশন একটি অলাভজনক দাতব্য সংস্থা, যার মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী বিশ্বের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমানের উন্নয়ন। সংস্থাটি বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে মেডিকেল ও স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

এ জাতীয় আরো সংবাদ

বাড়ছে পেঁয়াজের দাম, চড়া ব্রয়লার মুরগি সয়াবিনেরও

নূর নিউজ

দেশে ফের বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্ত

আলাউদ্দিন

আর কোন রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ