বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিনকে গুলি করে হত্যা

বিশ্বের প্রথম প্রকাশ্য সমকামী ইমাম হিসেবে পরিচিত মুহসিন হেন্ড্রিক্স দক্ষিণ আফ্রিকার গক্বেবেরহা শহরের কাছে এক গুলিবর্ষণের শিকার হয়ে নিহত হয়েছেন। শনিবার, একটি গাড়িতে থাকা অবস্থায় অজ্ঞাত বন্দুকধারীরা তার গাড়ির পথ আটকে গুলি চালায়, এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। হত্যার কারণ এখনও অজানা, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

হেন্ড্রিক্স কেপ টাউনে আল-গুরবা মসজিদ পরিচালনা করতেন, যেখানে তিনি সমকামী ও প্রান্তিক মুসলিমদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করেছিলেন। ১৯৯৬ সালে তিনি সমকামী হিসেবে প্রকাশ্যে আসেন এবং ২০১১ সালে নিজের মসজিদ প্রতিষ্ঠা করেন।

আন্তর্জাতিক LGBTQ+ সংগঠন ILGA এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে সম্ভাব্য বিদ্বেষমূলক অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। যদিও হেন্ড্রিক্স পূর্বে হুমকির মুখে পড়েছিলেন, তবে তিনি কখনও জীবনের জন্য ভীত ছিলেন না। তার মতে, “সত্যিকারের হওয়া মৃত্যুভয়ের চেয়েও গুরুত্বপূর্ণ।”

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল

নূর নিউজ

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত

নূর নিউজ

নিইয়র্কের গভর্নর পদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্লাজিও

নূর নিউজ