বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতেও বায়ুদূষণ আর গরমে বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিন এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানীতে। আগামী ৩ দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র দাবদাহের মুর্হুতে সালাতুল ইসতেসকা পড়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহর।

তিনি বলেছেন, তীব্র দাবদাহে পুড়ছে দেশ৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবি সা. এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন৷ এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন (বুখারি, মুসলিম)৷

তিনি আরও বলেন, আমরা দেশের সকল ইমাম-খতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিসকার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানাই৷ আমরাও সালাতুল ইস্তিসকার পরিকল্পনা করছি৷

শায়খ আহমাদুল্লাহ জানান, ইন শা আল্লাহ আগামীকাল সকাল ১০টায় আফতাবনগর খেলার মাঠে সালাতুল ইস্তেস্কার আয়োজন করছি আমরা। যাদের সুযোগ আছে অংশগ্রহণ করি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সম্মানিত ইমাম-খতিবগনকে ইস্তেস্কার সালাতের আয়োজনের আহবান করছি।

এ জাতীয় আরো সংবাদ

ভারতের সেই সাহসী মুসকানের নামে স্কুল প্রতিষ্ঠার ঘোষণা জমিয়তের

নূর নিউজ

সেজদায় পা উঠে গেলে কি নামাজ হবে?

নূর নিউজ

বিশ্বের খ্যাতনামা ওলামাদের সাথে বৈঠক করলেন এরদোগান

নূর নিউজ