চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। তার বড় ছেলে আফনান তাকি শুক্রবার (১১ জুলাই) রাতে চাঁদপুর মডেল থানায় এ মামলা করেন।
ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় মাওলানা নূর রহমানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই তাকে ঢাকার হলি কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মাওলানা নূর রহমানের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। দেশব্যাপী ইসলামি মহল থেকে শুরু করে সাধারণ সচেতন মহল পর্যন্ত এ হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে দোষীর দ্রুত বিচার দাবি করেছেন। অনেকে গুজব ছড়িয়েছিলেন যে তিনি মারা গেছেন, তবে তার পরিবার নিশ্চিত করেছে—তিনি বেঁচে আছেন এবং আগের চেয়ে ভালো আছেন।
আফনান তাকি বলেন, “আমার বাবার ওপর যে ব্যক্তি হামলা চালিয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার চাই। বাবাকে ঢাকায় এনে চিকিৎসা দিচ্ছি। তিনি এখন শঙ্কামুক্ত অবস্থায় হলি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।”
জানা গেছে, চাঁদপুর পৌর এলাকার প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে খুতবা শেষে খতিবের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী বিল্লাল হোসেন খুতবার বক্তব্যে ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে খতিবের মাথায় আঘাত করেন। ঘটনার পর মুসল্লিরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান, “আফনান তাকি বাদী হয়ে হামলাকারী বিল্লাল হোসেনের নামে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”