বোরহানউদ্দিনে মাদক-জুয়া বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন
ভোলা প্রতিনিধি

“মাদক ছাড়ো, খেলা ধরো — সুস্বাস্থ্য সমাজ গড়ো” এই শ্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ইউনিয়নের ছাগলা নক্তি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মাদক ও জুয়া বিরোধী এক বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

২৩ মে ২০২৫, শুক্রবার জুমার নামাজ শেষে বেলা ২টায় সর্বস্তরের স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় সামাজিক সচেতন নাগরিকবৃন্দ, যার নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফরিদুল আলম নক্তি। তিনি সভাপতির বক্তব্যে বলেন, “আমাদের সমাজকে মাদকমুক্ত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণদের রক্ষা করতে হলে আজই মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নক্তি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ফারুক, ইউনুস বাকলাই, ইমরান বাকলাই, মাকসুদ খোলদার, জয়নাল সরকার, শাজাহান ঢালী, সেলিম বয়াতি, শাকিল গোলদার ও জাহাঙ্গীর নক্তিসহ অনেক এলাকাবাসী।

বক্তারা বলেন, “মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই যদি এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে।” তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে জরুরি অভিযান পরিচালনা করতে হবে এবং মাদকসেবীদের আইনের আওতায় এনে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এলাকাজুড়ে মাদকের বিস্তার এবং কিছু তরুণের নেশার জগতে হারিয়ে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে ধর্মপ্রাণ মুসল্লিদের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

এ জাতীয় আরো সংবাদ

দেশের সব বিভাগেই হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নূর নিউজ

পিঁপড়ারা শেখায়! : মুসা আল হাফিজ

নূর নিউজ

পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে কোলকাতা বাংলাদেশ-২ হবে: কট্টরপন্থী বিজেপি নেতা

নূর নিউজ