ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইসকা বিলে বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলার ডুবে ২১ জনের মৃত্যুর ঘটনায় মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে পালিয়ে যাওয়ার সময় উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে তাদের আটক করে স্থানীয়রা।

তারা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে, ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), তার সহযোগী কাশেম মিয়ার ছেলে খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে রাসেল (১৮)।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, দুঘর্টনার পর ট্রলারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় চরইসলামপুর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার বিকালে ট্রলারডুবির ওই ঘটনায় ৫০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারান ২১ জন। শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরো সংবাদ

গওহরডাঙ্গা মাদরাসার ৮৫তম মাহফিল শুরু, নগরকান্দা ইমাম-উলামা পরিষদের সফলতা কামনা

আনসারুল হক

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নূর নিউজ

শুক্রবারও চলছে টিকাদান, ভিড় বেড়েছে কেন্দ্রে কেন্দ্রে

নূর নিউজ